Vivek Agnihotri, Pallavi Joshi On The Bengal Files (Photo Credit: Instagram)

বাংলায় মুক্তি পেল না দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)। টিজার, ট্রেলার রিলিজের সময় থেকেই ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও মুক্তিতে বাধা দেওয়া হবে বলে আশঙ্কা করেছিলেন। অবশেষে সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। এই রাজ্যের কোনও হলেই মুক্তি পায়নি বিতর্কিত এই ছবিটি। যদিও সিনেমাটি কেন বাংলায় মুক্তি দেওয়া হল না, এই নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। এই বিতর্কে এবার ছবির নির্মাতাদের পাশে দাঁড়ালেন বঙ্গ বিজেপি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের চরম বিরোধীতা করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিজেপির প্রতিক্রিয়া

তিনি বলেন, “বাংলার মানুষ আরও বেশি করে দ্য বেঙ্গল ফাইলস দেখবে। প্রয়োজনে ইউটিউবে দেখবে, অনান্য ওটিটি প্লাটফর্মে দেখবে, কিংবা পাইরেসি করে দেখবে। কোনও শিল্পকে এভাবে আটকানো যায় না। রাজ্যের প্রতিটি মানুষ সিনেমাটি দেখবে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সিনেমা হলে রিলিজ করতে দেওয়া হয়নি তো কী হয়েছে, বাংলার প্রতিটি মোবাইলে এই সিনেমা চলে আসবে। সকলে মোবাইলে দেখবে আর জানবে ১৯৪৬ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালি গণহত্যা সম্পর্কে”।

দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য

দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য

দেখুন চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য

প্রতিক্রিয়া চন্দ্রিমা ভট্টাচার্যের

অন্যদিকে এই প্রসঙ্গে তৃণমূল শিবিরের ভিন্ন সুর। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, “সিনেমা মুক্তিতে বাধা সরকার দিচ্ছে না। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপার। হল মালিক কেন সিনেমাটি নিতে রাজি নয়, সেটা তাঁরা জানবেন। এই বিষয়ে সরকার কোনও হস্তক্ষেপ করেনি। তবে একটা বিষয় নির্মাতাদেরও মাথায় রাখতে হবে যে কাওকে খুশি করার জন্য বাংলাকে যদি কেউ অপমান করে, তাহলে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যাবে না”।