Bhawanipore: ভবানীপুরে অশান্তিতে আটজনকে গ্রেফতার পুলিশের, দিলীপকে ঘিরে বিক্ষোভে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
Dilip Ghosh (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: গতকাল, সোমবার ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur Bypolls) প্রচারে যদুবাবুর বাজারে অশান্তি কাণ্ডে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। এই কাণ্ডে আটজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পাশাপাশি বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। এই মামলায় বলা হয়েছে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী পিস্তল বের করেন। পুলিশের কোনও অনুমতি ছাড়াই মিছিল করার বিষয়টিও রাখা হয়েছে।

গতকাল, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষলগ্নে ধুন্ধুমার হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কেন্দ্রে প্রচারে গিয়ে বড় বিক্ষোভের মধ্যে পড়লেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। তৃণমূল সমর্থকরা তাঁকে ঘিরে ধরে 'গো ব্যাক' স্লোগান দেন। সোমবার ভবানীপুরের এক টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভোটপ্রচার করেন দিলীপ ঘোষ। আরও পড়ুন: ভবানীপুরে ভোট বৃহস্পতিবারেই, নির্বাচনে বাধা নেই জানালো হাইকোর্ট

এমন অভিযোগ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, দিলীপ ঘোষ স্থানীয় এক তৃণমূল নেতাকে ধাক্কা দেন। এরপরেই নাকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি কর্মীদের অভিযোগ দিলীপ ঘোষকে হেনস্থাও করা হয়েছে। মেদিনীপুরের হাই প্রোফাইল সাংসদকে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি রাজ্যের শাসক দলের কর্মীদের হামলার জেরে এক বিজেপি কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। দিলীপ ঘোষ বলেন, 'ভবানীপুরে তৃণমূল হারতে চলেছে। সেই কারণেই ওরা হামলা চালিয়েছে।'