প্রতীকী ছবি

কলকাতা: আগুন (Fire) লাগার জেরে পুড়ে গেল রাস্তার ধারে থাকা কমপক্ষে ১৫টি দোকান (Shops)। শনিবার ঘটনাটি ঘটেছে কলকাতার (Kolkata) নিউটাউন (NewTown) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত ৩টে নাগাদ প্রথমে নিউটাউনের রাস্তার ধারে থাকা দুটি দোকানে আগুন লাগে। সেখান থেকে ছড়িয়ে পড়ে বাকি দোকানগুলিতে। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল (Fire department) ও পুলিশকে (Police) খবর দেন স্থানীয় বাসিন্দারা।

দমকল বিভাগের আধিকারিকরা জানান, প্রথমে আগুন লেগেছিল নিউটাউনের সাপুজি সুখবর্ষীর (Sapuji Sukhbarshi) বাড়ির সামনে দুটি দোকানে। সেখান থেকে পাশাপাশি দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। অভিযোগ, দুটি দোকানের উপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তারে আগুন লেগে পাশের একটি দোকানে আগুন ধরে। আর সেখানে থাকা গ্যাস সিলিন্ডারে (Gas Cylinders) আগুন লেগে তাতে বিস্ফোরণ হয়। ফলে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন।

খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানগুলিতে থাকা প্রায় সবকিছু পুড়ে গেলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।