Lok Sabha Elections 2019: এক্সিট পোলের পর কলকাতার সাট্টাবাজারে নরেন্দ্র মোদী ঝড়, জানুন দর কত উঠল
কলকাতার সাট্টা বাজারেও মোদী ঝড়। (Photo Credits: IANS)

কলকাতা, ২২ মে: এক্সিট পোল (Exit Poll)-র পর এবার কলকাতার সাট্টাবাজারেও রাজ্যে নরেন্দ্র মোদী (Narendra Modi) ঝড়ের ইঙ্গিত। ইন্ডিয়া টুডে থেকে এবিপি আনন্দ- দেশের প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতেই বলা হয়েছে চলতি লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি (BJP) ১২-২০টি-র মত আসন জিততে চলেছে। আর কলকাতার সাট্টাবাজার বলছে গেরুয়া ঝড় আসতে চলেছে রাজ্যে। কলকাতার সাট্টা বাজারের জটিল হিসেবকে সরলভাবে বললে দাঁড়ায় বাংলায় বিজেপি ১১-১৩টি আসন জিততে চলেছে। শহরের বুকিদের দরে মমতাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন মোদী।

শহরের সাট্টা বাজারে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের দর ১৮ পয়সা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর প্রধানমন্ত্রি হওয়ার দর ৭টাকা। সেখানে কংগ্রেস স ভাপতি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রিত্বের দর ৫ টাকা। মানে শহরের সাট্টাবাজারে নরেন্দ্র মোদী অনেকাট, আর রাহুল গান্ধী কিছুটা এগিয়ে আছেন মমতা ব্যানার্জির থেকে। প্রসঙ্গত, সাট্টা বাজারে যার দর যত কম তাকে তার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মানে কেউ যদি মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে টাকা লাগান তাহলে অপেক্ষাকৃত কম টাকা পাবেন। তার মানে শহরের সাট্টা বাজার ধরেই নিচ্ছেন ফের মোদাী প্রধানমন্ত্রী হচ্ছে। দিদির গড়ে মোদী ফুল ফোটাচ্ছেন। অন্তত সাট্টাবাজারের তাই মত।

দেশের সব সাট্টাবাজারেই নরেন্দ্র মোদীর পালে হাওয়া। তবে এক্সিট পোলের পরই এমনটা হয়েছে। পঞ্চম দফার পরে তো কিছু কিছু সাট্টা বাজারে বিজেপিকে বেশ বেকাদায় লাগছিল। কিন্তু বুথফেরত সমীক্ষার পরই সাট্টাবাজারে মোদী ঝড়। প্রসঙ্গত,দেশের প্রায় সব সংবাদমাধ্যমের এক্সিট পোলেই বলা হয়েছে গতবারের মত এবারও অনায়াসে ক্ষমতায় আসছে মোদী সরকার। কোনও কোনও সমীক্ষায় তো এমনও বলা হয়েছে, গতবারের চেয়েও বেশি আসন নিয়ে মোদী ক্ষমতায় আসবেন।