অভিনেত্রী সুমি হর চৌধুরী (ছবিঃX)

কলকাতাঃ একসময় ছোটপর্দায় চুটিয়ে কাজ করেছেন। সিরিয়ালে (Serial)অভিনয়ের মাধ্যমে জয় করেছেন দর্শকদের মন। বাংলা সিরিয়াল জগতের বেশ পরিচিত নাম সুমি হর চৌধুরী(Sumi Har Chowdhury)। এখন কেমন আছেন অভিনেত্রী? সম্প্রতি শিরোনামে টলিউডের এই সুন্দরী অভিনেত্রী। কিন্তু কেন হঠাৎ লাইম লাইটে সুমি? সম্প্রতি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকার আমিলা বাজারের রাস্তায় তাঁকে ঘুরে বেরাতে দেখা গিয়েছে। গায়ে বিন্যস্ত পোশাক, অসংলগ্ন কথাবার্তা, অভিনেত্রীকে চিনতে পারেন স্থানীয়রা। টেলি অভিনেত্রীকে এই অবস্থায় দেখে রাস্তায় একপ্রকার ভিড় জমে যায়।

রাস্তা থেকে উদ্ধার বাংলা ধারানাহিকের জনপ্রিয় অভিনেত্রী

স্থানীয়দের প্রশ্নের উত্তরে টেলি অভিনেত্রী বলেন, "আমার বাড়ি বেহালা। কিন্তু আমি সেই বাড়ি ছেড়ে দিয়েছি। ওই ব্যাপারে কিছু বলতে চাই না। ব্যক্তিগত ব্যাপারে কথা বলার ইচ্ছে নেই। আমি বোলপুরে এসেছি। আমি নাচ ও অভিনয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।" এরপর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কথা বলে হাসতে শুরু করেন তিনি। এরপর তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে মিশনারিস অফ চ্যারিটিতে তাঁকে রাখার ব্যবস্থা করেন স্থানীয়রা।

কেন এই পরিণতি অভিনেত্রীর? শোনা যাচ্ছে, অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। পরিবার বলতে সুমির এক মেয়ে রয়েছে। কিন্তু তার সঙ্গে বর্তমানে কোনওরকম যোগাযোগ নেই সুমির। নিজের মায়ের সঙ্গেও সম্পর্ক নেই অভিনেত্রীর। ছোট পর্দায় অভিনয় করেছেন দীর্ঘদিন। তাঁকে দেখা গিয়েছে 'তুমি আশেপাশে থাকলে'-এর মতো ধারাবাহিকে। কিন্তু ইন্ডাস্ট্রিতে তাঁর বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। তাঁর অবস্থা থেকে বোঝাই যাচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েছেন। কেন এই পরিণতি তাঁর? উত্তর খুঁজছেন ভক্তরা। অনুমান, পারিবারিক ও ব্যক্তিগত কারণের জেরেই এই অবস্থা অভিনেত্রীর।

 রাস্তা থেকে উদ্ধার টেলি অভিনেত্রী, কেন এমন করুণ পরিণতি শিল্পীর?