বাঁকুড়া: 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচী আটকানোর জন্যই সিবিআইকে (CBI) দিয়ে সমন পাঠানো হয়েছে বলে শুক্রবার দুপুরে বাঁকুড়া থেকে অভিযোগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি ভোটাররা (voters) ছাড়া তিনি কারও সামনে মাথা নিচু করবেন না বলেও দাবি করেন।
Will not bow my head before anyone, except voters: Abhishek Banerjee at Bankura(WB)
— Press Trust of India (@PTI_News) May 19, 2023
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকেই বহাল রেখে কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই মুখোমুখি জেরা করতে পারবে বলে জানিয়ে ছিলেন। এই বিষয়ে অযথা সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে মোট ৫০ লক্ষ টাকা জরিমানাও করেন তিনি। এর উপর স্থগিতাদেশ চেয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুক্রবার আবেদন জানিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, মামলা আজকে শুনতে চায়নি ডিভিশন বেঞ্চ। এরপরই দুপুর আড়াইটে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে শনিবার সকাল ১১টার সময় নিজাম প্যালেসে দেখা করার জন্য নোটিস পাঠায় সিবিআই। সেই কারণে নিজের কর্মসূচী একদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতা ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।
তবে সিবিআইয়ের তলব সম্পর্কে বাঁকুড়া (Bankura) থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কমান্ড বলেন, "বিজেপি এই জনসংযোগ কর্মসূচী বন্ধ করতে চাইছে (BJP want this mass outreach campaign to stop)। সেই কারণেই সিবিআই আমাকে সমন পাঠিয়েছে (summoned)। তবে আমি এটা পরিষ্কার করতে বলতে চাই যে ভোটাররা (voters) ছাড়া আমি কারও কাছে মাথা নিচু করব না (bow my head)।"
CBI has summoned me, as they (BJP) want this mass outreach campaign to stop: Abhishek Banerjee
— Press Trust of India (@PTI_News) May 19, 2023