মমতা ব্যানার্জি। (Photo Credit: ANI | Twitter)

কলকাতা, ৩০মে, ২০১৯:‌ মেদিনীপুরে পর এবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ( Bhatpara) মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee ) দেখে জয় শ্রীরাম ( Jai Shree Ram ) স্লোগান। ভাটপাড়ায় ঢুকতেই মমতা ব্যানার্জির গাড়ির সামনে এসে কয়েকজন যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে চলে যায়ে। গাড়ি থেকে নেমে যুবকদের দিকে তেড়ে যান মমতা। সেখানে উপস্থিত পুলিস কর্মীদের রীতি মত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন নাকা চেকিং কর গণ্ডগোল করলে ধর। একটা কিছু করলে সেই পুলিসকেও ধরব। নতুন করে গণ্ডগোল হলে ডিজিকেও ধরব।

রাজ্যের পুলিসমন্ত্রীর এই রুদ্ররূপ দেখে একটু থমকেই গিয়েছিলেন পুলিসকর্মীরা। মমতাকে শান্ত করে গাড়িতে তোলা হয়। কিন্তু রাগের চোটে মমতা যা বলেছেন, তার সার মর্ম করলে দাঁড়ায় বিজেপিকে রুখতে এতোটাই মরিয়া হয়ে উঠেছেন তিনি, যে প্রশাসক মমতার থেকে নেত্রী মমতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। যদিও ভোটের ফলাফলের পর কালীঘাটে পর্যালোচনা বৈঠকে মমতা বলেছিলেন, এবার দলের কথা একটু বেশি করেই ভাব। অর্থাৎ দলই যে এখন থেকে তাঁর কাছে প্রাধান্য পাবে বেশি সেটা বুঝিয়ে দিয়েছিলেন। সেকারণেই রাজ্যের পুলিসমন্ত্রী হয়েও নৈহাটি পুরসভার সামনে ঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরাতে ধরনা দিয়েছেন তিনি।