Close
Advertisement
 
মঙ্গলবার, ফেব্রুয়ারি 11, 2025
সর্বশেষ গল্প
55 minutes ago

Sourav Ganguly On IND vs ENG 3rd Test: জয় শাহ, অমিত শাহের ভূয়শী প্রশংসা, মোতেরা নিয়ে মন খারাপ সৌরভের

খেলা Sarmita Bhattacharjee | Feb 24, 2021 05:33 PM IST
A+
A-

বদল হল মোতেরা স্টেডিয়ামের (Motera Stadium) নাম। নতুন নাম হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। আজই এই স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যরা। আজ আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের সিরিজের তৃতীয় টেস্ট (India vs England 3rd Test 2021)। গোলাপী বলের দিন-রাতের এই টেস্ট দুপুর আড়াইটে থেকে শুরু হবে। মোতেরায় নবনির্মিত স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল। রয়েছে ১১টি পিচ৷ বিশ্বের প্রথম কোনও স্টেডিয়ামে যেখানে এত সংখ্যক পিচ রয়েছে। রয়েছে ঝাঁ চকচকে ইন্ডোর প্র্যাক্টিসের সুবিধা, ক্লাব হাউস, জিম, জাকুজি। রয়েছে বিলাসবহুল গেস্ট রুম, ক্লাব হাউজ। বিভিন্ন ধরনের ইন্ডোর গেমেরও ব্যবস্থা রয়েছে ক্লাবে। বিলিয়ার্ডস, স্নুকার থেকে শুরু করে টেবিল টেনিস, সবরকম ইন্ডোর গেমস। অত্যাধুনিক এলইডি লাইট বসানো হয়েছে।

RELATED VIDEOS