Sohail Khan-Seema Khan: বিয়ের ২৪ বছর পর বিচ্ছেদ সলমনের ভাই সোহেল খানের
ফের বিচ্ছেদের সুর খান পরিবারে। এবার বিচ্ছেদের পথে সলমনের ভাই সোহেল খান এবং তাঁর স্ত্রী সীমা খান (সচদেভ)। শুক্রবার মুম্বইতে আদালতের বাইরে দেখা যায় সোহেল খান এবং সীমা খানকে। সোহেল এবং সীমা, দুজনকেই পৃথক পৃথকভাবে আদালতে হাজির হতে দেখা যায়।