Close
Advertisement
 
রবিবার, ফেব্রুয়ারি 23, 2025
সর্বশেষ গল্প
3 hours ago

Power Bank Rental Service: মোবাইলের চার্জ শেষ হলে এবার সহজেই ভাড়া করুন পাওয়ার ব্যাঙ্ক

টেকনোলজি Sarmita Bhattacharjee | Mar 07, 2021 01:05 PM IST
A+
A-

আপনি কি প্রচুর স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন? আর সেই কারণে মোবাইলেন চার্জ কমে যাওয়া নিয়ে প্রায়ই সমস্যাতে পড়তে হয়? মোবাইলের চার্জার ছাড়াই বেড়াতে চলে গেছে, ওখানে গিয়ে সমস্যা পড়েছেন? তবে এবার আর আপনাকে মোবাইলের চার্জ নিয়ে সমস্যায় পড়তে হবে না। কারণ এবার সহজেই আপনি সামান্য টাকা খরচ করে ভাড়া নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক (Power Bank)। জাস্টডায়েল (JustDial) লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা রমনী আইয়ার (Ramani Iyer) একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যার নাম Spykke। এই সংস্থা দেশের নানা শহরে বাণিজ্যিক পাওয়ার ব্যাঙ্ক চার্জিং স্টেশন চালু করেছে। এখনও পর্যন্ত এই সংস্থায় ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং চার্জিং স্টেশন তৈরি সহ অন্য পরিকাঠামো নির্মাণের জন্য আরও ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। সংস্থাটি এ পর্যন্ত ভারতের ১১টি শহরে ৮ হাজার লোকেশনে বাণিজ্যিক পাওয়ার ব্যাঙ্ক চার্জিং স্টেশন চালু করেছে। বর্তমানে বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি-এনসিআর, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, কোয়ম্বাটোর, চন্ডীগড়, লখনউ, জয়পুর এবং পুনেতে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। আগামীদিনে আরও কয়েকটি শহর যুক্ত হবে।

RELATED VIDEOS