Close
Advertisement
 
শনিবার, এপ্রিল 05, 2025
সর্বশেষ গল্প
5 hours ago

Mahua Moitra Attacks MP Swapan Dasgupta: বিজেপিতে যোগ দিলে ইস্তফা দিক রাজ্যসভা থেকে, স্বপনকে আক্রমণ মহুয়ার

Videos Sarmita Bhattacharjee | Mar 16, 2021 11:37 AM IST
A+
A-

তারকেশ্বর আসন থেকে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে, তাঁর সাংসদপদ বাতিলের দাবিতে এবার সরব মহুয়া মৈত্র। তৃতীয় এবং চতুর্থ দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রতিবাদ জানান। এই প্রসঙ্গে একটি টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যসভার কোনও মনোনীত সদস্য সাংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায় বলে দাবি করেন মহুয়া মৈত্র। তথ্যপ্রমাণ-সহ এই প্রসঙ্গে টুইট করেন তিনি। তবে বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন স্বপন দাশগুপ্ত, সেক্ষেত্রে রাজ্যসভার পদটি হারাবেন তিনি; স্পষ্ট করেন তৃণমূল সাংসদ। এই প্রসঙ্গে যদিও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মহুয়া মৈত্রের।

RELATED VIDEOS