দিল্লি, ৭ জুলাই: যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং আর জে মাহবাশ (RJ Mahvash) নিজেদের সম্পর্কে সিলমোহর বসালেন? এবার এমন গুঞ্জন উঠতে শুরু করেছে। শুনতে অবাক লাগার কথা নয়। কারণ ধনশ্রী ভর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই যুজবেন্দ্র চাহালের সঙ্গে আর জে মাহবাশের ছবি এবং ভিডিয়ো নিয়ে জোর জল্পনা শুরু হয়। সম্প্রতি সেই পালে হাওয়া লাগে আরও যখন কপিল শর্মার শোয়ে হাজির হন যুজবেন্দ্র।
ক্রুষ্ণা অভিষেক এবং কিকু সর্দার একের পর এক প্রশ্নের উত্তরে যুজবেন্দ্র প্রকাশ্যে নাম না নিলেও, তিনি যে মাহবাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তা কার্যত স্পষ্ট হয়ে যায়। রিষভ পন্থও হাজির হন কপিল শর্মার শোয়ে (The Kapil Sharma Show)। আর সেখানেই পন্থকে বলতে শোনা যায়, যুজবেন্দ্র আপাতত মুক্ত পুরুষ। শুধু তাই নয়, তারপরই যুজবেন্দ্র বলেন, তাঁর সঙ্গে থাকা রহস্যময়ী কে, তা হয়ত জানে এখন গোটা বিশ্ব। যুজবেন্দ্রর ওই মন্তব্য়ের পর থেকেই শুরু হয় জল্পনা। তাহলে কি আর জে মাহবাশের সঙ্গে সম্পর্কের কথা যুজবেন্দ্র তাহাল স্বীকার করে নিলেন, তা নিয়ে শুরু হয় জোর চর্চা।
এসবের পাশাপাশি কিকু সারদা শোয়ের মাজেই যুজবেন্দ্রর ব্যাগে লিপস্টিকের দাগ রয়েছে বলে দর্শকের সামনে তুলে ধরেন। শুধু তাই নয়, চাহালজি এসব কী চলছে বলেও প্রশ্ন করেন তিনি। কিকু সারদার ওই প্রশ্নের চোটে কার্যত হেসে ফেলেন চাহাল।
চাহাল, মাহবাসৃশের সম্পর্ক নিয়ে কী জানা যায়
গত বছর থেকে যুজবেন্দ্র এবং আর জে মাহবাশ সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যায়।পাশাপাশি চাহাল যে সমস্ত আইপিএল ম্যাচে ছিলেন, সেখানে হাজির হয়ে যান মাহবাশ। এছাড়া, ডিনার থেকে বেড়াতে যাওয়া, বিভিন্ন সময় যুজবেন্দ্রর সঙ্গে দেখা যায় মাহবাশকে। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হলে এবার কপিল শর্মার শোয়ে হাজির হয়ে রহস্যময়ীর নাম করে মাহবাসের দিকেই যুজবেন্দ্র কার্যত আঙুল তুললেন বলে মনে করছেন অনেকে।