Dhoni and Jadeja

চেন্নাই, ৩০ মে: গতকাল, রবিবার রাতে আমেদাবাদে আইপিএল ফাইনালের শেষ দুটি বলে ওভার বাউন্ডারি ও বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংসকে ট্রফি এনে দেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সিএসকে-র তারকা অলরাউন্ডার জাদেজাকে বিজেপি কর্মী বা কার্যকর্তা বলে অ্যাখা দিলেন তামিলনাড়ু বিজেপি সভাপতি আন্নামালাই। তামিলনাড়ুর পদ্ম প্রধান আন্নামালাই বললেন, " চেন্নাইয়ের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান আছে তার দলের কার্যকর্তা রবীন্দ্র জাদেজার।" তামিলনাড়ুর ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ে আইপিএল সাফল্যে বিজেপির ভূমিকার কথা বলতে থাকেন আন্নামালাই।

ক্রিকেটারের সঙ্গে সরাসরি রাজনৈতিক দলের যোগাযোগের কথা বলে সমালোচিত হলেন তামিলনাড়ুর বিজেপি প্রধান। এক টেলিভিশন সাক্ষাতকারে এমন দাবি করেন আন্নামালাই। তামিলনাড়ু জুড়ে চলছে এখন এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের পঞ্চম আইপিএল খেতাব জয় নিয়ে বড় উতসব। তারই মাঝে নিজের দলের ভূমিকাকে রবীন্দ্র জাদেজার নাম দিয়ে ঘুরিয়ে তুলে ধরলেন আন্নামালাই। আরও পড়ুন-দুনিয়ার ১৭২ নম্বরের কাছে হেরে শুরুতেই বিদায় ফেভারিট মেদভেদেভের

দেখুন আন্নামালাইয়ের ভিডিয়ো

রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা গুজরাটের জামনগর কেন্দ্রে বিজেপি বিধায়ক। রিভাবা ফাইনালে জয়ের পর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বামী রবীন্দ্র জাদেজাকে প্রণাম করে অভিনন্দন জানান। গুজরাট বিধানসভা নির্বাচনের সময় স্ত্রী রিভাবার হয়ে প্রচার করেন রবীন্দ্র জাদেজা। কিন্তু তাই বলে রবীন্দ্র জাদেজাকে বিজেপি কর্মী পরিচয় দিয়ে চেন্নাইয়ের জয়ে ভূমিকার কথা বলে কটাক্ষের মুখে পড়লেন আন্নামালাই।