Palash Muchhal and Smriti Mandhana (Photo Credit: X)

Smriti-Palash Wedding: বিয়ের জমকালো অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে বিপত্তি। বাবার হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে বিয়ে পিছিয়ে গেল ভারতের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-র। স্মৃতির বাবার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আজ, রবিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের সাংলায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে বৈবাহিক বন্ধনে আবদ্ধ পড়ার কথা ছিল ক্রিকেটার স্মৃতি বান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের। স্মৃতি এখন তাঁর বাবার কাছেই আছেন বলে জানা গিয়েছে।

স্মৃতি-পলাশের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হচ্ছিলেন আমন্ত্রিতরা

স্মৃতি-পলাশের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা বেশ কয়েকজন বলিউড ও ক্রিকেটজগতের তারকার। স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র জানালেন, তাঁর বাবার শরীর খারাপ থাকায় অনির্দিষ্টকালের জন্য  সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতি মান্ধানার বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল। স্মৃতির বাবা এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর।

দেখুন কী জানালেন স্মৃতির ম্যানেজার

তাঁদের হলদি অনুষ্ঠানের ভিডিও ভইরাল হয়

সম্প্রতি স্মৃতির সঙ্গে পলাশ মুচ্ছলের হলদি অনুষ্ঠান হয় বেশ বড় আকারে।

দেখুন ভাইরাল ভিডিও

স্মৃতি ও পলাশের রঙিন প্রি-ওয়েডিং অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে।