Mandira Bedi (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ নভেম্বর: সবে সবে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women’s Cricket Team)। এত বছরের সাধনা এবার ফলপ্রসূ হয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কউরের নেতৃত্বে েদীপ্তি শর্মা, রিচা ঘোষ, জেমাইমা রডরিকসরা ভারতের মহিলা ক্রিকেট দল হিসেবে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। যা নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। সোনার মেয়েদের এই বিশ্বকাপ জয়ে দল, মত নির্বিশেষে, সমাজের সবতলার মানুষ আবেগে ভাসতে শুরু করেছেন।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই জয়ে যখন দেশের মানুষ উচ্ছ্বসিত, সেই সময় প্রকাশ্যে এল একটি খবর। যেখানে জানা যায়, মন্দিরা বেদী (Mandira Bedi) এমন একজন মানুষ যিনি নিঃশব্দে মহিলা ক্রিকেট দলকে সব সময় সমর্থন করে গিয়েছেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত যখন ভারতের মহিলা ক্রিকেট দলের কোনও স্পনসসর ছিল না, সেই সময় মন্দিরা বেদী নিজের ব্রডকাস্টিংয়ের রোজগারের অর্থ দিতেন মহিলা ক্রিকেট দলের নামে।

এমনকী আসমি জুলরি নামের এক সংস্থার হয়ে বিজ্ঞাপন করতেন মন্দিরা বেদী। আসমি জুলরি থেকে যে অর্থ মন্দিরা পেতেন, তার সবটাই তিনি মহিলা ক্রিকেট দলের নামে করতেন। একবার ইংল্যান্ড সফরে যাওয়ার সময় ভারতের মহিলা ক্রিকেট দলের বিমানের টিকিট জোগড় করতে মন্দিরা নিজের সমস্ত এনডোর্সমেন্টটের অর্থ সংস্থার হাতে তুলে দেন। যা একেবারেই গোপণেই করে যান বলিউডের এই স্বনামধন্য ব্যক্তিত্ব।

ভারতের মহিলা ক্রিকেট দল যখন এবার বিশ্বকাপ জয় করে দেশের মানুষকে আবেগে কাঁদিয়ে দিয়েছে, সেই সময় মন্দিরা বেদীর সেই অবদানের কথা উঠ আসতে শুরু করেছে। যাঁর দু হাত ভরা সাহায্য না পেলে হয়ত, আজ এই জায়গায় পৌঁছতেই পারতেন না হরমনপ্রীতরা।