সেমিতে ওঠার কঠিন লড়াইয়ে বাংলাদেশ। (Photo: AP/ PTI)

লন্ডন, ২৮ জুন: ICC World Cup 2019- গতকাল, ম্যানচেস্টারে ভারতের কাছে হেরে ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিয়েছে। বিশ্বকাপে এখন সেমির লড়াই বেশ জমজমাট। অস্ট্রেলিয়া সবার আগে সেমিফাইনালে উঠে গিয়েছে। ৬ ম্যাচে অপরাজিত ভারত ১১ পয়েন্ট পেয়ে একেবারে সেমির দোরগড়ায়। নিউজিল্যান্ড (১১ পয়েন্ট) আগামী দুটি ম্য়াচের একটাতে জিতলেই সম্পূর্ণ নিশ্চিত করবে নিউজিল্যান্ড। সেমিতে ওঠার লড়াইটা মূলত ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে। তবে আজ দক্ষিণ আফ্রিকাকে হারালে সেমির লড়াই বাংলাদেশ, পাকিস্তানের চেয়েও এগিয়ে যাবে শ্রীলঙ্কা (৬ ম্যাচে ৬ পয়েন্ট)।

৭ ম্যাচ পর ইংল্যান্ড (৮), বাংলাদেশ (৭), পাকিস্তান (৭)। নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে আছেন সাকিবরা। সেমিতে ওঠার লড়াই ফটো ফিনিশের অপেক্ষায়। অনেক কিছু নির্ভর করবে রবিবার ভারত-ইংল্যান্ড ম্যাচের ওপর। আরও পড়ুন- এখন সাকিবদের চেয়ে সম্ভাবনায় এগিয়ে সরফারজরাই- কেন জানেন

একটা সময় মনে হচ্ছিল চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড অনায়াসে সেমিফাইনালে উঠে যাবে, কিন্তু গত কয়েক দিনে বেশ কয়েকটা অঘটনে ইংল্যান্ড তাদের আগামী দুটি ম্যাচ জিতে গেলে বাংলাদেশ, পাকিস্তানের কিছু করার থাকবে না। কিন্তু ইংল্যান্ড যদি হারে তাহলে বাংলাদেশ, পাকিস্তানের কাছে বড় সুযোগ এসে যাবে।

এক নজরে পয়েন্ট তালিকা

১) অস্ট্রেলিয়া (১২ পয়েন্ট), ২) ভারত (১১ পয়েন্ট), ৩) নিউ জিল্যান্ড (১১ পয়েন্ট), ৪) ইংল্যান্ড (৮ পয়েন্ট), ৫) বাংলাদেশ (৭ পয়েন্ট), ৬) পাকিস্তান (৭ পয়েন্ট), ৭) শ্রীলঙ্কা (৬ পয়েন্ট), ৮) ওয়েস্ট ইন্ডিজ (৩ পয়েন্ট), ৯) দক্ষিণ আফ্রিকা (৩ পয়েন্ট), ১০) আফগানিস্তান (০ পয়েন্ট)

(প্রতিটি দল ৭টি করে ম্যাচ খেলেছে। শুধু ভারত আর শ্রীলঙ্কা ৬টি করে ম্যাচ খেলেছে।)

আসুন দেখে নেওয়া যাক এখান থেকে সেমিতে ওঠার শর্ত

নিউজিল্যান্ডের কাছে শর্ত

১) আগামী দুটি ম্যাচের যে কোনও একটিতে জিতলেই চলবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিউইদের শেষ দুটি ম্যাচের প্রতিপক্ষ

ভারতের কাছে শর্ত

১) আগামী তিন ম্যাচের একটাতে জিতলেই যথেষ্ট

ইংল্যান্ডের কাছে শর্ত

১) ভারত ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আগামী দুটি ম্যাচ জিতলেই সেমিতে।

২) ইংল্যান্ড তাদের শেষ দুটি ম্যাচে জিতলে ১২ পয়েন্টে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তানের ধরাছোঁয়া বাইরে চলে যাবে ইংল্যান্ড

৩) এখান থেকে একমাত্র শ্রীলঙ্কা তাদের শেষ তিনটি ম্য়াচ জিতলে ১২ পয়েন্টে যেতে পারে।

বাংলাদেশের কাছে শর্ত

১) ইংল্যান্ডকে হারতে হবে ভারত অথবা নিউজিল্যান্ডের মধ্যে যে কোনও একটি ম্যাচে।

২) সাকিবদের আগামী দুটি ম্যাচে জিততে হবে।

৩) শ্রীলঙ্কাকে তাদের যে কোনও একটি ম্যাচে হারতে হবে।

পাকিস্তানের কাছে শর্ত

১) ইংল্যান্ডকে হারতে হবে ভারত অথবা নিউজিল্যান্ডের মধ্যে যে কোনও একটি ম্যাচে।

২) সরফরাজদের আগামী দুটি ম্যাচে জিততে হবে।

৩) শ্রীলঙ্কাকে তাদের যে কোনও একটি ম্যাচে হারতে হবে।

শ্রীলঙ্কার কাছে শর্ত

১) তিনটি ম্যাচেই জিততে হবে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Weather Update: তীব্র দাবদাহে পুড়ছে গোটা দেশ! রবিতেই দিল্লির পারদ উর্ধ্বমুখী, জারি লাল সতর্কতা

India's First Space Tourist: জেফ বেজোসের Blue Origin ফ্লাইটে উড়বেন ভারতের প্রথম মহাকাশ পর্যটক

Pakistan: পরীক্ষাকেন্দ্রে প্রকাশ্যে প্রতারণার খবর সংবাদমাধ্যমে ফাঁস, ক্ষিপ্ত পড়ুয়াদের হাতে বেধড়ক মার খেলেন মহিলা সাংবাদিক

RR vs KKR, IPL 2024 Live Streaming: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

SRH vs PBKS, IPL 2024 Live Streaming: সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

RCB vs CSK, IPL 2024 Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

Visa Free Travel to Russia: এবার বিনা ভিসাতেই যাওয়া যাবে রাশিয়া, আলোচনায় ভারত সরকার

LokSabha Elections 2024: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য! নির্বাচনী বিধিভঙ্গের দায়ে প্রাক্তন বিচারপতির হাতে শো-কজ নোটিশ ধরাল নির্বাচন কমিশন