Delhi Beats Mumbai. (Photo Credits: Twitter)

রঞ্জি ট্রফিতে ঐতিহাসিক জয় দিল্লির। রঞ্জিতে দীর্ঘ ৪১ বছর পর মুম্বইকে হারিয়ে দিল দিল্লি। কোটলায় ম্যাচের শেষ দিনে দিল্লি দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৯৭ রান তুলে নিয়ে শক্তিশালী মুম্বইকে হারিয়ে দিল ৮ উইকেটে। বৃথা গেল প্রথম ইনিংসে করা মুম্বইয়ের তারকা ব্যাটার সরফরাজ খানের দুরন্ত সেঞ্চুরি। সৌরাষ্ট্রের কাছে ইনিংস ও ২১৪ রানের ধাক্কা কাটিয়ে মুম্বইকে হারিয়ে চমকে দিল দিল্লি।

পৃথ্বী শ থেকে আজিঙ্কা রাহানে, সরফরাজ খানের মত তারকা সমৃদ্ধ মুম্বইকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানে অল আউট করে দিয়েছিল দিল্লি। প্রথম ইনিংসে ৭৬ রানের লিড ছিল দিল্লির। ফলে জিততে হলে হিম্মত সিংয়ের নেতৃত্বে খেলা দিল্লিকে দ্বিতীয় ইনিংসে জিততে হলে করতে হত ৯৭ রান। দিল্লির কাছে হারায় গ্রুপ বি-তে তিনে নেমে গেল আজিঙ্কা রাহানের মুম্বই (৫ ম্যাচে ২৩)। প্রথম দুটি স্থানে সৌরাষ্ট্র ও মহারাষ্ট্র। আরও পড়ুন-সানরাইজার্সের মালকিন কাব্য মারানকে দক্ষিণ আফ্রিকায় ম্যাচের মাঝে বিয়ের প্রস্তাব, দেখুন

কোটলার সংক্ষিপ্ত স্কোরবোর্ড

মুম্বই ২৯৩, ১৭০

দিল্লি ৩৬৯, ৯৭/২

দিল্লি জয়ী ৮ উইকেটে

ম্যাচের সেরা বৈভব রাওয়াল (১১৪)

দেখুন টুইট

লাহোলিতে আগুন ঝরালেন বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)। হরিয়ানাকে ইনিংস ও ৫০ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করল বাংলা। গতকাল, ম্যাচের তৃতীয় দিনেই বাংলায় জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার ম্যাচের শেষ দিনে জিততে হলে বাংলাকে নিতে হত ৩টি উইকেট, আর ইনিংস হারাতে হরিয়ানার দরকার ছিল আরও ৭৯ রান।

শেষ দিনে হরিয়ানা দ্বিতীয় ইনিংসে অল আউট হল ২০৬ রান। এদিন শেষ তিন উইকেটে হরিয়ানা যোগ করে ২৯ রান। এদিন, হরিয়ানা অমিত রানাকে আউট করে দ্বিতীয় ইনিংসও পাঁচ উইকেট নিলেন আকাশ দীপ।