
টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেই স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে শহর ছেড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সোমবার সকালে মুম্বই বিমাবন্দরে (Mumbai Airport) পাপারাৎজির ক্যামেরবন্দি হন বিরুষ্কা। বেশ হাসিখুশি দেখাচ্ছিল তারকা দম্পতিকে। তবে বিরাট অনুষ্কার গন্তব্য কোথায় ছিল তা তখন জানা যায়নি। তবে মঙ্গলাবার সকাল হতেই সেই উত্তর মিলল। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেই স্বামী-স্ত্রী রওনা দিয়েছিলেন বৃন্দাবনের (Vrindavan) পথে। শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের (Premanand Maharaj) আশীর্বাদ নিতে গিয়েছেন বিরুষ্কা।
মঙ্গলবার, ১৩ মে সকালে বৃন্দাবনে স্থানীয় একটি ক্যাবে দেখা গিয়েছে বিরাট এবং অনুষ্কাকে। সংবাদসংস্থা এএনআই শেয়ার করেছে সেই ভিডিও। মাস্কে মুখ ঢেকে, ক্যাবে চেপে তারকা দম্পতি পৌঁছলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে। নিয়মিত তাঁর সৎসঙ্গে যোগদান করেন বিরুষ্কা। কখনও কখনও দুই সন্তান ভামিকা এবং আকায়কেও সঙ্গে নিয়ে আসেন। সপরিবারে আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ নিতে যান। তবে এদিন সন্তানদের ছাড়াই এসেছেন বিরাট এবং অনুষ্কা।
বৃন্দাবনে বিরাট-অনুষ্কাঃ
দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি (Virat Kohli) অবসর নিতে চলেছেন। এও জানা যায়, বিরাট তাঁর সিদ্ধান্তের কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) জানালে বোর্ড কিং কোহলিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যে অনুরোধ করে। তবে শেষমেশ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে নিজের সিদ্ধান্তে অনড় রইলেন বিরাট। সোমবার সমাজমাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেন তিনি। দীর্ঘ ১৪ বছর ভারতের হয়ে সাদা জার্সিতে খেলে এবার থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ক্যাবে ক্যামেরাবন্দি বিরুষ্কাঃ
#WATCH | #ViratKohli and Anushka Sharma arrive at Uttar Pradesh's Vrindavan pic.twitter.com/u6rI5EGLMn
— ANI (@ANI) May 13, 2025
বিরাটের অবসর ঘোষণার পরেই স্ত্রী অনুষ্কা স্বামীর উদ্দেশ্যে আবেগঘন পোস্ট শেয়ার করেন। অভিনেত্রী লেখেন, 'ওরা রেকর্ড ও মাইলফলক মনে রাখবে। কিন্তু আমি মনে রাখব তোমার চোখের জল যা তুমি কারুর সামনে ফেলোনি, তোমার লড়াই আর এই ফরম্যাটের প্রতি তোমার ভালোবাসা'।