MS Dhoni's Animal Look. (Photo Credits: X)

আইপিএলের আগে বিজ্ঞাপনের দুনিয়ায় বড় চমক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)-র। সপ্তাহখানেক বাদেই নিজের ১৮তম আইপিএলে খেলতে নামছেন ৪৩ বছরের ধোনি। তার আগে এক বিজ্ঞাপনে রণবীর কাপুরের অ্যানিমেল স্টাইলে চমক মাহি-র। ইমোটোরাড কোম্পানির ইলেকট্রিক সাইকেলের বিজ্ঞাপনে ধোনিকে দেখা যাচ্ছে রণবীর কাপুর-ববি দেওলের জনপ্রিয় সিনেমা 'অ্যানিমেল'লুকে।

ইলেকট্রিক সাইকেলের বিজ্ঞাপনে ধোনি

ইলেকট্রিক সাইকেলের মজার বিজ্ঞাপনে অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের আদলে একটি দৃশ্য় রিক্রিয়েট বা পুনরায় তৈরি হল ধোনির মাধ্যমে। অ্যানিমেলের মত ধোনির এই বিজ্ঞাপনেও পরিচালকের ভূমিকায় দেখা যাচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে। তবে এই বিজ্ঞাপনে ধোনির সঙ্গে পরিচালক হিসেবে দেখা যাচ্ছে সন্দীপকেও। ১ মিনিট ১৭ সেকেন্ডের বিজ্ঞাপনে অ্যানিমেলে রণবীরের মত কাঁধ পর্যন্ত লম্বা চুল, সাইকেল চালাতে দেখা গেল মাহি-কে। বিজ্ঞাপনটির দ্বিতীয় পর্বও আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দেখুন অ্যানিমাল লুকে ধোনি

 

৪৩ বছর বয়েসে অইপিএলে নামবেন ধোনি

প্রসঙ্গত, ৪৩ বছরের ধোনিকে ৪ কোটি টাকা খরচ করে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। আগামী রবিবার চিপকে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এ অভিযান শুরু করছেন ধোনিরা।