মুম্বই: মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) আয়োজিত একদিনের সিরিজের (ODI series) প্রথম ম্যাচে (first ODI match) অস্ট্রেলিয়াকে (Australia) পাঁচ উইকেটে হারিয়ে দিল ভারতীয় ক্রিকেট টিম (Indian Cricket Team)। এর ফলে টানা আটটি একদিনের ম্যাচে জয়ও ছিনিয়ে নিল তারা। শুক্রবার মূলত কে এল রাহুলের (KL Rahul) ৭৫ ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ৪৫ রানের অপরাজিত ইনিংসের সাহায্যেই সহজে জয় পায় ভারত (India)।
শুক্রবার একদিনের সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৮ রানে অলআউট হয়ে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের জেরে মাত্র ১৮৮ রানে ইনিংস গুটিয়ে যায় ক্যাঙারুদের। ভারতীয় দুই পেসারই তিনটি করে উইকেট তুলে নেন।
এর জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৯ তুলতে গিয়ে প্রথমেই যেন হিমশিম খেয়ে যান ভারতীয় ব্যাটসম্যানরা। দুই ওপেনার ঈশান কিষাণ ও শুভমান গিল খুব অল্প রানেই ড্রেসিং রুমে ফিরে যান। ঈশান তিন রানে ও শুভমান ২০ রানে আউট হন। পরিস্থিতি এমন হয়েছিল যে মাত্র ১৬ রানে তিন উইকেট পড়ে গেছিল ভারতের। বিরাট কোহলি ৪ রান ও সূর্যকুমার যাদব শূন্য রানে ফিরে যান। তবে এরপর দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও পরে রবীন্দ্র জাদেডাকে সঙ্গে নিয়ে ৬১ বল বাকি থাকতেই ভারতকে জয়ের স্বাদ পাইয়ে দেন কিছুদিন ধরে অফ ফর্মে থাকা কে এল রাহুল। আরও পড়ুন: Virat Kohli Naatu Naatu Dance: স্লিপে দাঁড়িয়ে নাটু নাটুর তালে নাচছেন কোহলি, দেখুন বিরাট নৃত্যর ভিডিয়ো
#INDvsAUS | India beat Australia by 5 wickets in the first ODI match of the series at Wankhede Stadium in Mumbai.
(KL Rahul 75*, Ravindra Jadeja 45*)
(Pic: BCCI) pic.twitter.com/cGlJQUqhEL
— ANI (@ANI) March 17, 2023