মুম্বই: ভারত তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরের (Cricket legend Sachin Tendulkar) ৫০তম জন্মদিন উপলক্ষে মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) তাঁর মূর্তি বসিয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mumbai Cricket Association)।
বুধবার তার পর্দা উন্মোচন অনুষ্ঠানে সচিন তেন্ডুলকর ছাড়াও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde), এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP chief Sharad Pawar). রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি ও বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah) ও এমসিএ-এর প্রেসিডেন্ট অমল কালে (MCA President Amol Kale)-সহ বিশিষ্ট মানুষরা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকরের নামাঙ্কিত স্ট্যান্ডের কাছে তাঁর এই মূর্তিটি বসানো হয়েছে। আজ তার পর্দা উন্মোচনের সময় দেখা যায়, স্টেডিয়ামে হাজির অনেক মানুষ ভারতের জাতীয় পতাকা উড়িয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। আরও পড়ুন: Sachin Tendulkar: বিশেষ চাহিদাসম্পন্ন ভক্তকে অটোগ্রাফ দিলেন সচিন, দেখুন মহাতারকার মানবিক মুখের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Statue of Cricket legend Sachin Tendulkar unveiled at Wankhede Stadium in Mumbai. https://t.co/GbeURccO7X pic.twitter.com/S0wRWttUnY
— ANI (@ANI) November 1, 2023
#WATCH | Statue of Cricket legend Sachin Tendulkar unveiled at Wankhede Stadium in Mumbai.
Sachin Tendulkar, Maharashtra CM Eknath Shinde, BCCI Secretary Jay Shah, BCCI Vice President Rajeev Shukla, NCP chief and former BCCI & ICC chief Sharad Pawar, MCA President Amol Kale and… pic.twitter.com/X5REr5yUJO
— ANI (@ANI) November 1, 2023