এমন একদিন আসবে যখন উষা খ্রিস্টান হবেন। ভারতীয় হিন্দু স্ত্রী ঊষাকে নিয়ে এমনই আশা প্রকাশ করলেন আমেরিকার  ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স (JD Vance)। ট্রাম্পের সহকারী বলেন, এমন একদিন আসবে, যেদিন তাঁর স্ত্রী ঊষা (Usha Vance) খ্রিস্টান হবেন। ক্যাথোলিক চার্চে গিয়ে যিশুর স্মরণে আসবেন। বুধবার মিসিসিপিতে এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনই আশা প্রকাশ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

এসবের পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, এখন বেশিরভাগ রবিবারগুলি ঊষা তাঁর সঙ্গে চার্চে যান। তাই একদিন ঊষাও যে খ্রিস্টান হয়ে যিশুর স্মরণ নেবেন, এমন আশা প্রকাশ করেন তিনি।

এসবের পাশাপাশি জে ডি ভান্স আরও জানান, তিনি তাঁর সন্তানদের খ্রিস্টানের পথে বড় করছেন। তাঁর সন্তানরা খ্রিস্টান স্কুলে যায় এবং সেখানেই পড়াশোনা করে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

প্রসঙ্গত জে ডি ভান্সের স্ত্রী ঊষা জন্মসূত্রে ভারতীয়। অন্ধ্রপ্রদেশে তাঁর জন্ম।

শুনুন হিন্দু স্ত্রীকে নিয়ে কী বললেন জে ডি ভান্স...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)