তুর্কীতে (Turkey) ৩ কার্টুনিস্টকে (Cartoonists) বাড়ি থেকে টেনে বের করে নিয়ে আসা হয়। মারধরের পর তাঁদের আটক করা হয়। লমান ম্যাগাজ়িনের ওই ৩ কার্টুনিস্টকে আটক করে তুর্কীর পুলিশ। নবী মুসা এবং মহম্মদের করমর্দনের ব্যাঙ্গাত্মক কার্টন আঁকার অভিযোগেই লেমান ম্যাগাজ়িনের ৩ কার্টুনিস্টকে আটক করে তুর্কীর পুলিশ। তুর্কীর আভ্যন্তরীণ মন্ত্রী বলেন, যে ছবি জন্য ওই ৩ কার্টুনিস্টকে গ্রেফতার করা হয়, তা অসম্মানজনক। এরপরই ওই ৩ কার্টুন শিল্পীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এরপরই লেমান ম্যাগাজ়িন কর্তৃপক্ষের তরফে মুখ খোলা হয়। লেমান ম্যাগাজ়িন কর্তৃপক্ষের তরফে জানানো হয়, যে ছবির জন্য ভুল বোঝাবুঝি হয়েছে, তার উদ্দেশ্য কখনওই মহম্মদকে অসম্মানের জন্য ছিল না। ভুল বোঝাবুঝির জন্যই ওই ধরনের ঘটনা ঘটে গিয়েছে বলে দাবি করা হয় লেমান ম্যাগাজ়িনের তরফে।

আরও পড়ুন: Thailand PM Paetongtarn Shinawatra: দেশের নিরাপত্তায় আঘাতের অভিযোগ, প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল আদালত

দেখুন তুর্কী থেকে কীভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে ৩ কার্টুনিস্টকে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)