সোমবার বছরের প্রথম দিনে ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর জাপান। ২০২৪ সালের শুরুটা একেবারে মহা আতঙ্কে হয়েছে জাপানের। পাঁচ দিন হয়ে গেল সেই ভয়াবহ আতঙ্কে ভূমিকম্পের। কিন্তু এখনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। সূর্যোদয়ের দেশে ভয়াবহ ভূমিকম্পের জেরে মৃত্যুর সংখ্যা একশো ছাড়ালো। মৃতদের সবাই ইশিকাওয়া প্রদেশের। ধ্বংসস্তূপের তলায় এখনো বেশ কিছু মৃতদেহ আটকে আছে বলে আশঙ্কা। এ ভূমিকম্পে গুরুতর জখমের সংখ্যা ৩০০।
ভয়াবহ ভূমিকম্প তারপর সুনামি সতর্কতা জেরে জাপানের ৩৩ হাজার মানুষ ঘরছাড়া হয়ে যান। ৫০ হাজারের মতো বাড়ি বিদ্যুৎহীন ছিল। লক্ষাধিক বাড়িতে এখনো জলসরবরাহ স্বাভাবিক হয়নি। তবে এ কথা ও ঠিক ভয়াবহ ভূমিকম্পের জন্য প্রস্তুতি জাপানকে আরো অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিল।
দেখুন খবরটি
I pray for all the effected persons their 🙏#Japan#japanearthquake2024#JapanTsunami#japon#JapanEarthquakepic.twitter.com/cHhpLhNRNn
— Tahira Rana (@tahirarana96) January 2, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)