জেগে উঠল রাশিয়ার আগ্নেয়গিরি।মঙ্গলবার দেশের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরিটি লাভা উদগিরন করল। যার জেরে অগ্ন্যুতপাত থেকে নির্গত ছাই গোটা আকাশ ছুড়ে ছড়িয়ে পড়ে।আগ্নেয়গিরি থেকে বেরনো লাভা আশেপাশের রাস্তাতে পৌছে যায়। উৎপত্তি স্থল থেকে প্রয় ২০ কিমি ওপরে ছ়ড়িয়ে পড়ে লাভার ছাই। রাশিয়ার কামচাটকা এলাকাতে বিমান উড়ানের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
কামচাটকা এলাকার ১ লক্ষ ৮ হাজার স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আগ্নেয়গিরির লাভা।
প্রচন্ড অগ্ন্যুৎপাতের জেরে ৮.৫ সেন্টিমিটার পুরু আস্তরন পড়ে যায় রাস্তার ওপর।যা গত ৬০ বছরে সবথেকে পুরু।
কামচাটকায় বেশ কিছু স্কুল বন্ধ করা হয়েছে এবং জনগনকে বাড়ির মধ্যেই থাকতে বলা হয়েছে।
Russian volcano erupts, spewing out a vast cloud of ash https://t.co/xBUdtsy9VE pic.twitter.com/uMjmieewts
— Reuters World (@ReutersWorld) April 11, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)