৮.৮ মাত্রার প্রবল ভূমিকম্পে (Russia Earthquake) কেঁপে উঠেছে রাশিয়া। পুতিনের দেশের কামছাটকা প্রদেশ যখন তীব্র কম্পনে কাঁপতে শুরু করেছে, সেই সময় সেখানকার মানুষের কী পরিস্থিতি হয়, তা বিভিন্ন ফুটেজের মাধ্যমে উঠে আসতে শুরু করে। যেখানে দেখা যায়, কামছাটকা (Kamchatka) প্রদেশ থরথর করে কাঁপছে। কম্পনের জেরে ঘর, বাড়ি সব যেন দুলতে শুরু করে। রাশিয়ার কামছাটকা প্রদেশের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, সেখানে তীব্র কম্পন অনুভূত হয়। যার জেরে মানুষ ভয়ে চিৎকার করতে থাকেন। ঘরের বাইরে যে তাঁরা বেরিয়ে আসবেন, সেই রাস্তাও ওই সময় তাঁদের সামনে খোলা ছিল না। ফলে ঘর, বাড়ি যখন থরথর করে কাঁপছে, সেই সময় কামছাটকা প্রদেশের মানুষ ভয়ে, আতঙ্কে চিৎকার করেও সেখান থেকে নিস্তার পাননি। প্রকৃতির তীব্রতার কাছে মানুষ যে কতটা অসহায় হয়ে পড়তে পারে, তা রাশিয়ার এই শক্তিশালী ভূমিকম্পের ছবি না দেখলে বিশ্বাস করবেন না।

আরও পড়ুন: Tsunami Warning In Hawaii: সুনামিতে লণ্ডভণ্ড হতে চলেছে হাওয়াই? হানালেই উপসাগর থেকে হঠাৎ উধাও জল, অশনির আশঙ্কায় কাঁপছে মানুষ দেখুন

দেখুন কামছাটকা উপকূলের মানুষ কীভাবে ভয়ে কাঁপতে শুরু করেন তীব্র ক্মপনের জেরে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)