President Trump Escalator: রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ সভায় আজ বক্তব্য রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। তার আগে এদিন নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের (UN headquarters ) সদর দফতরে সস্ত্রীক যান প্রেসিডেন্ট ট্রাম্প। এসকেলটরে চড়ে রাষ্ট্রসংঘের সদর দফতরের মূল কার্যালয়ে ঢোকার মুখে স্ত্রী মেলানিয়া-র পিছনেই ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু মার্কিন 'ফার্স্ট লেডি'উঠতেই হঠাৎ বন্ধ হয়ে যায় এসকেলেটর। সস্ত্রীক ট্রাম্প এসকেলটরে আটকে পড়েন। কিছুক্ষণ পর চালু হয় এসকেলটরেটি।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্ক ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তৃতা জুড়ে ছিল নানা অভিযোগ ও বিভ্রান্তিকর দাবি। ট্রাম্প সরাসরি রাষ্ট্রসংঘকে আক্রমণ করেন এবং বিভিন্ন দেশকে উপদেশ দেন। উল্লেখ্য, এর আগেই মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রসংঘের একাধিক কর্মসূচি থেকে অর্থ ও সমর্থন প্রত্যাহার করেছে। ট্রাম্পের বক্তব্যের আগে রাষ্ট্রসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, সংস্থার মূল নীতিগুলি আজ 'অবরুদ্ধ অবস্থায়' রয়েছে।

দেখুন ট্রাম্পের এসকেলটর বিভ্রাটের ভিডিও

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)