বাঁদরদের বাঁদরামিতে এরপর পানাদুরা গ্রেড সাবস্টেশনের একটার পর একটা ইউনিট বিকল হতে থাকে। এর ফলে রাজধানী কলম্বো, ক্যান্ডি সহ শ্রীলঙ্কার নানা জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে। বাঁদরদের বাঁদরামিতে গোটা দেশে ব্ল্যাক আউট হতে থাকে। অন্তত ১২টি বাঁদর ও হনুমান নিজেদের মধ্যে মারামারি করতে করতে সেই বিদ্যুৎ কেন্দ্রে ঢোকে। এরপর তাদের মারামারি কার্যত যুদ্ধে পরিণত হয়। বাঁদরামি যত বাড়তে তাকে, ততই দেশজুড়ে কারেন্ট অফ বা ব্ল্যাক আউট ছড়িয়ে পড়তে থাকে। 

নিরাপত্তারক্ষীরা বাঁদরগুলিকে তাড়াতে গেলে, তাদের ওপর আক্রমণ করে বাঁদরগুলি। বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলার পর বাঁধরগুলি বিদ্যুত কেন্দ্রে চলে যায়। কিন্তু আধ ঘণ্টার বাঁদরামিতে গ্রিড সাবস্টেশনটির অনেক ক্ষতি হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে বলে শ্রীলঙ্কার বিদ্যুৎ পর্ষদ।

রাবণের দেশে বাঁদরের বাঁদরামি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)