আর কয়েক দিন পরেই খ্রিস্টমাস। বড়দিনের আগে ইউরোপের বিভিন্ন দেশ সেজে উঠছে। কিন্তু এমন প্রাক উতসবের আবেহে প্রবল তুষারপাতের ফলে বিপর্যস্ত জার্মানির একাংশ। প্রবল তুষারপাতের কারণে দৃশ্যমান্যতা একেবারে কমে গিয়েছে। ফলে বাতিল হচ্ছে একের পর এক বিমান। মিউনিখ বিমানবন্দরে তো সকাল থেকে দুপুর পর্যন্ত সব বিমানের ওঠানামাই বাতিল করা হয়েছে। দেশের অন্তত ৯টি বিমানবন্দরে এই অবস্থা।
তবে শুধু বিমান কেন মিউনিখে দূরপাল্লার ট্রেনও বাতিল হচ্ছে প্রবল তুষারপাতের কারণে।সড়ক পথেও বিপর্যস্ত অবস্থা। কারণ একের পর এক রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তুষারপাতের কারণে। তুষারপাতের কারণে এখন জার্মানি বিদেশী পর্যটকদের স্বর্গরাজ্যে হলেও, স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
দেখুন খবরটি
UPDATE: Flights at Munich Airport, the second-busiest hub in Germany, have been canceled until noon after heavy snow submerged the city, with public transport also suspended. https://t.co/4MHSCMo2K8
— DW News (@dwnews) December 2, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)