KLM Royal Dutch Airlines: নরওয়ের ওসলোতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বিমান। ২৮ ডিসেম্বর শনিবার রাতে ওসলো (Oslo) থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে টর্প সান্দেজোর্দ বিমানবন্দর থেকে আমস্টারডামের (Amsterdam) উদ্দেশ্যে রওনা দেয় কেএল রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বিমান। রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিনের হাইড্রোলিক পাওয়ার বিকল হয়ে যায়। বেগতিক বুঝে চালক তৎক্ষণাৎ বিমানটির জরুরি অবতারণের সিদ্ধান্ত নেন। ওই অবস্থায় কেএল রয়্যাল ডাচ এয়ারলাইন্সের 737-800 বিমানটিকে কোনমতে উড়িয়ে নিয়ে গিয়ে ওসলোর সান্দেজোর্দ বিমানবন্দরেই জরুরি অবতারণ করানো হয়। অবতারণের সময়ে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তা সত্ত্বেও কপাল জোড়ে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। বিমানটিতে এদিন ১৭৬ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন। ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে তাঁদের প্রাণ।

নরওয়েতে সাংঘাতিক দুর্ঘটনার সম্মনীন যাত্রী বোঝাই বিমান

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)