আন্তর্জাতিক ন্যায় আদালত ( The International Court of Justice) গাজা ভূখণ্ডের প্যালেস্তিনীয়দের কাছে অবিলম্বে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া সুনিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে ইজরায়েলকে নির্দেশ দিয়েছে।আদালত জানিয়েছে, প্যালেস্তেনীয়রা বর্তমানে অসহনীয় জীবন-যাপন করছেন। গাজা জুড়ে দেখা দিয়েছে অনাহার ও দুর্ভিক্ষ।
এদিকে, ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তাইনের নতুন সরকার গঠনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মাহাম্মুদ আব্বাস।প্রধানমন্ত্রী মহম্মদ মুস্তাফা নেতৃত্বে মন্ত্রিসভায় থাকছেন ২৩ জন মন্ত্রী। বিদেশ মন্ত্রক প্রধানমন্ত্রীর হাতেই থাকছে। এছাড়াও সেদেশের ১৯ তম সরকারে একজন ত্রাণ বিষয়কমন্ত্রীও থাকছেন।প্রধানমন্ত্রী মুস্তাফা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি, ইজরায়েলের সেনা প্রত্যাহার, গাজার প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত মানবিক সাহায্য সরবরাহ নিশ্চিত করাই হবে তার সরকারের প্রথম পদক্ষেপ।আগামী রবিবার নতুন সরকার শপথ নেবে বলে সংবাদসংস্থা WAFA জানিয়েছে।
Breaking news from Israel Palestine war ::-
U.N. top court orders Israel to open more land crossings for aid into Gaza.
The International Court of Justice has ordered Israel to take measures including opening more land crossings to allow food, water, fuel#Israeli pic.twitter.com/cBJgeXTGyv
— Global thing's (@Globalthings12) March 29, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)