হামাস ইজরায়েল যুদ্ধে এবার বড়সড় দাবি করে বসল ইজরায়েল সেনা। হামাসের শীর্য নেতাকে হত্যার দাবি করেছে তারা। ইজরায়েলে হামলার পর থেকে পাল্টা হামলা হিসেবে গাজাতে হামলা চালিয়েছে ইজরায়েলের বিমাবাহিনী।ধ্বংস করা হয়েছে বহু অট্টালিকা, হাসপাতাল সহ আরও অনেক কিছু। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০০ কাছাকাছি। হামাসের মূল দফতরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি বিমান বাহিনী।

নিজের এক্স হ্যান্ডেলে ইজরায়েল ফোর্স জানিয়েছে, "  যদিও দিনের শেষে এয়ার ফোর্সের পক্ষ থেকে হামাসের সদর দফতরে হামলা করা হয়েছে।যেখান থেকে হামাসের যাবতীয় কার্যকলাপ চলছিল।আবু মুরাদ আবু নামে এক প্রধানকে হত্যা করা হয়েছে। "

ইজরাইলের প্রতিরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে গাজাতে এখনও পর্যন্ত ১২০ জন পণবন্দিকে আটকে রেখেছে হামাস।

শুক্রবার থেকেই ইজরায়েলের তরফে  স্থানীয়দেরকে গাজা শহর ছেড়ে দেওয়ার জন্য ঘোষণা করা হয়।তারা জানিয়েছে যে এই যুদ্ধের ফলে যেন সাধারণ মানুষ সমস্যায় না পড়েন সেই উদ্দেশ্যেই এই ঘোষণা।ইজরায়েল হামাস এবং তার সেনা সংগঠনের সঙ্গে লড়ছে তা জানিয়েছেন তারা।কিন্তু এত দাবির সত্বেও কোনভাবেই মৃত্যুর সংখ্যা কমানো যায়নি। প্রায় ১৩০০ জনের মৃত্যু হয়েছে এপর্যন্ত গাজাতে।যার মধ্যে শিশু ও মহিলাও রয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)