যত কাণ্ড প্যারিসে! অলিম্পিকের শুরু থেকেই প্যারিসে একের পর এক বিপত্তির ঘটনা ঘটছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘণ্টা কয়েক আগে প্যারিসের হাইস্পিড রেল নেটওয়ার্ক বিকল হয়ে পড়েছিল। লাইনে কয়েকজন আগুন লাগিয়ে অন্তর্ঘাত করেছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্তব্ধ হয়ে পড়েছিল প্যারিসের একাংশ। তাপর গেমসের দ্বিতীয় দিনে ফ্রান্সের বেশ কিছু জায়গায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আশঙ্কা ছড়ায়। আর এবার গেমসের তৃতীয় দিনের শুরুতেই ইন্টারনেট সমস্যায় বড় ভোগান্তি।
ফ্রান্সের ফাইবার ওপটিক নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়া সংস্থাগুলির সার্ভার বিকল হয়ে পড়ার খবর আসছে। ওপটিক ফাইভার নেটওয়ার্ক বিকলের জন্য অন্তর্ঘাত করা হয়েছে বলে আশঙ্কা। এর ফলে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আয়োজক, নিরাপত্তারক্ষীদের পাশাপাশি সাংবাদিকরেও এতে বড় সমস্যা হচ্ছে। ইন্টারনেট সংযোগের আসল তার কেটে দেওয়ার অভিযোগ সত্যি কি না তা খতিয়ে দেখছে পুলিশ
দেখুন খবরটি
BREAKING: Multiple internet providers facing disruptions in France amid reports of Fibre optic networks sabotage - NetBlocks https://t.co/LoMkWoDHaY
— Insider Paper (@TheInsiderPaper) July 29, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)