Donald Trump Russian Oil India: আরও একবার রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন রাতে ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন,"ভারত শুধু রাশিয়ার থেকে তেলই কিনছেন না। ওরা রাশিয়ার থেকে অনেক তেল কিনে সেটা আবার খোলা বাজারে বিক্রি করে বড় লাভ করছে। ওরা কোনও পরোয়া করছে না, রাশিয়ার যুদ্ধের মেশিনে ইউক্রেনে কত লোক মারা যাচ্ছে। এই কারণে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের শুল্ক উল্লেখযোগ্য সংখ্যায় বাড়িয়ে দিতে চলেছি আমরা। এই ব্যাপারে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।"

প্রসঙ্গত, ট্রাম্প সরকারের ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বা ট্যারিফ আরোপ করেছেন। রাশিয়ার ওপর তেল কেনায় ভারতের ওপর সেই শুল্ক আরও বাড়ানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, রাশিয়ার থেকে যেন তেল না কেনে ভারত। এই ইস্যুতে ট্রাম্পকে প্রধানমন্ত্রী মোদী সরাসরি কিছু না জানালেও, মোদী সরকার ভারতের তেল পরিশোধক কোম্পানিগুলিকে রাশিয়ান তেল কেনা বন্ধ করার জন্য কোনও নির্দেশনা দেয়নি এবং কেনাকাটা বন্ধ করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দেখুন কী বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)