আমেরিকার (US) মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জো বাইডেন বিদায় নেওয়ার পর ২০ জানুয়ারি আমেরিকার মসনদে দ্বিতীয়বারের জন্য বসছেন ট্রাম্প। মার্কিন মুলুকের দায়িত্ব গ্রহণ করার মুহূর্তে দেশবাসীর সামনে বড় ঘোষণা দায়িত্বপ্রাপ্ত হবু প্রেসিডেন্টের। ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবেন। অর্থাৎ রাশিয়ার নাম না করেই কার্যত পুতিনকে হুমকি দিলেন ট্রাম্প। দায়িত্ব নিয়েই তিনি ইউক্রেনের (Ukraine) যুদ্ধ খতম করবেন বলে ট্রাম্প জানান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের আবহাওয়া চলছে, তা তিনি শিগগিরই শেষ করবেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন বলে ঘোষণা করেন ট্রাম্প। সেই সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ তিনি কোনওভাবে হতে দেবেন না। তৃতীয় বিশ্বযুদ্ধের (World War 3) পরিস্থিতিকে তিনি আয়ত্তে নিয়ে আসবেন। যে পরিস্থিতির খুব কাছাকাছি তাঁরা রয়েছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Donald Trump: শুরুতেই চমক, দায়িত্ব নিয়েই ২০০ অর্ডারে স্বাক্ষর, সীমান্ত নিয়ে বড় ভাবনা ট্রাম্পের

ক্ষমতায় আসীন হয়েই ডোনাল্ড ট্রাম্প কী বললেন শুনুন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)