ভারতের সবচেয়ে বড় উৎসব দিওয়ালিতে ছুটির ঘোষণা সুদুর মার্কিন মুলুকে। নিউ ইয়র্কের সব স্কুলে দিওয়ালিতে এবার থেকে বন্ধ থাকবে। আলোর উতসব পালন করতে সেখানে ছুটির ঘোষণা করার কথা ঘোষণা নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। সেখানকার ভারতীয় বংশোদ্ভূতদের পাশপাশি স্থানীয়রাও দিওয়ালিতে সরকারী ছুটির আবেদন জানিয়ে ছিলেন।

তবে অফিস, কারখানা বন্ধ না থাকলেও দিওয়ালিতে স্কুল পড়ুয়াদের ছুটি দেওয়া হচ্ছে। নিউ ইয়র্কের বসন্তে ৬ লক্ষ বাসিন্দা দিওয়ালির খুশিতে মাতেন। মার্কিন প্রেসিডেন্টের অফিস থেকেও এখন দিওয়ালির শুভেচ্ছা জানানো হয়। গত বছর হোয়াইটওয়াশে দিওয়ালি পালন করতে দেখা যায় মার্কিন প্রেসিেন্ট জো বাইডেনকেও।

মূলত হিন্দুদের উতসব হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিন মুলুকে দিওয়ালি পালিত হয়। চলতি বছর দিওয়ালি পালিত হবে ১২ নভেম্বর, রবিবার।

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)