মেয়েদের প্রকাশ্যে অপমান করলেন বাংলাদেশের এক সরকারি আধিকারিক। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'যে মেয়েরা (Beautiful Girls) সুন্দর পোশাক পরে থাকেন, তাঁদের বেশিরভাগই মাদকের (Drug) সঙ্গে জড়িত।' শুধু তাই নয়, মাদকের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা কেউ নেশা করেন। আবার কেউ পাচার করেন। ২ ধরনের ভাগ হয়ে বিভিন্ন জন মাদকের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন বলে মন্তব্য করেন বাংলাদেশের (Bangladesh) স্বরাষ্ট্র মন্ত্রকের ওই উপদেষ্টা। এরপরই তিনি আরও সংযোজন করেন, মাদকের বিরুদ্ধে প্রচার করতে হবে। সেই সঙ্গে মাদকের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে না পারলে, এর প্রবণতা দিন দিন আরও বাড়বে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা যে মন্তব্য করেন, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তসলিমা নাসরিন। বাংলাদেশের জনপ্রিয় লেখিকা (Taslima Nasreen) বলেন, সুন্দর পোশাক পরা মেয়েরা যে মাদকের সঙ্গে যুক্ত, এর কোনও প্রমাণ বা নথি আছে। উপযুক্ত নথি ছাড়া কেউ কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তসলিমা নাসরিন। পাশাপাশি এই ধরনের আলটপকা কথা বললে, বাংলাদেশে কাউকে কাঠগড়ায় দাঁড়াতে হয় না বলেও মন্তব্য করেন ওই আধিকারিক।
মহিলাদের সম্পর্কে কুতসিৎ মন্তব্য করায় কীভাবে প্রতিবাদে সরব হলেন তসলিমা নাসরিন দেখুন...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)