নয়াদিল্লিঃ ভারতীয়(Indian) ওষুধ খেয়ে হাসপাতালে(Hospital) ভর্তি সিঙ্গাপুরের(Singapore) ৯ বাসিন্দা। ত্বকের(Skin) গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, 'আরমোডাফিলিন' ট্যাবলেট(Armodafinil tablets) খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ গোটা একবছরে এই ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রয়ার শিকার ৯ জন। অসুস্থ ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫৭-এর মধ্যে। সূত্রের খবর, ভারতের দেরাদুনে তৈরি হয় এই বিশেষ ট্যাবলেট। কিন্তু সিঙ্গাপুরে এই ওষুধের কোনও রেজিস্ট্রেশন নেই। কিন্তু বেআইনি পথে সিঙ্গাপুরে আসত এই ধরনের ট্যাবলেট। এরপর তা ছড়িয়ে পড়ত সারা দেশে। শুধু তাই নয়, ভারতে আসা বন্ধুবান্ধবদের থেকেও এই ওষুধ আনাতেন কেউ-কেউ। চিকিৎসকদের মতে, এই ট্যাবলেট মূলত 'নারকোলেপসি'তে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত হয়।

 ভারতীয় ওষুধ খেয়ে অসুস্থ ৯ সিঙ্গাপুরবাসী

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)