প্রায় একসপ্তাহ ধরে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে (KwaZulu-Natal Province) দাবানলে আগুন জ্বলছে। বিস্তীর্ণ জঙ্গলজুড়ে আগুল লাগার কারণে এখনও পর্যন্ত মোট ৭৫১ জন বাস্তুহারা হয়েছেন। যার মধ্যে গত শনিবারই ১৯৬ জনের ঘর সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। গতকাল আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসতেই উদ্ধার হয়েছে ৭ জনের মৃতদেহ। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। ফলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে তাঁদের দেহ উদ্ধার হবে বলে করছে দমকল বাহিনী। একসপ্তাহ আগে থেকে হওয়া এই অগ্নিকাণ্ডে দক্ষিণ আফ্রিকার কিং সেতশওয়ে, ইলেম্বে, উথুকেলা এবং জুলুল্যান্ড সহ একাধিক জায়গায় আগুন ছড়িয়েছে। মোট ১৪ হাজার হেক্টর জমি ইতিমধ্যেই আগুনের গ্রামে চলে গিয়েছে। মৃত্যু হয়েছে ১৬০০ প্রাণীর।
7 killed by wildfires in South Africa's KwaZulu-Natal province
Read : https://t.co/znC05Sz1pA pic.twitter.com/vMJqh8VKE9
— IANS (@ians_india) July 14, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)