West Bengal: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা, ৫ অক্টোবর পর্যন্ত সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল রাজ্য সরকারের

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। গভীর নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন, পুজোর আগে রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এর জন্য সব রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা তৈরি হচ্ছে রাজ্য সরকার। যে কারণে আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করা হল।

Rain. (Photo Credits: ANI)

বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। গভীর নিম্নচাপের (Depression) ফলে আগামী কয়েকদিন, পুজোর আগে রাজ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এর জন্য সব রকম কঠিন পরিস্থিতির মোকাবিলা তৈরি হচ্ছে রাজ্য সরকার। যে কারণে আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের সব সরকারী কর্মচারীদের ছুটি বাতিল করা হল। নবান্ন থেকে এমন নির্দেশিকাই দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলা না পড়লেও, নিম্নচাপের ধাক্কায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হবে।

মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে ওড়িশার গোপালপুর থেকে ৫১০ কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপটি৷ রবিবার অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শ্রীকাকুলামে সেটি আছড়ে পড়তে পারে৷ ভূপৃষ্ঠে আছড়ে পড়ার পর, গুলাবের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার৷ তবে ৯০ কিলোমিটার পর্যন্তও এর গতিবেগ হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন৷  পশ্চিমবঙ্গে (West Bengal) ঘূর্ণিঝড়ের (Cyclone) সরাসরি প্রভাব পড়বে না, তবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)