কলকাতা মেট্রোর (Kolkata Metro) সম্প্রসারণের কাজ শহরের বিভিন্ন প্রান্তেই চলছে। তবে এর মধ্যে হলুদ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। কারণ এই লাইনে এয়ারপোর্ট স্টেশন একদিকে যেমন নোয়াপাড়াকে যুক্ত করছে, তেমনই অন্যদিকে ভবিষ্যতে এই লাইন জুড়বে সেক্টর ফাইভের সঙ্গে। তবে আপাতত নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত কাজ প্রায় শেষের দিকে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই চালু হতে পারে এই রুট। আপাতত নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও এয়ারপোর্ট এই চারটি স্টেশন ফেব্রুয়ারির মধ্যেই চালু হতে পারে। শনিবার এই রুটে প্রথম ট্রায়াল রান হয়েছে। তবে সোমবার পরীক্ষামূলক ট্রায়াল রান হবে জিএম পি উদয়কুমার রেড্ডির পর্যবেক্ষণে। তিনি এই রুটের কাজ খতিয়ে দেখবেন।

প্রসঙ্গত, ৬.২৫ কিলোমিটার দীর্ঘ এই রুটের নোয়াপাড়া থেকে প্রথম তিনটি স্টেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। তবে জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট স্টেশনের কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সূত্রের খবর স্টেশনটি হবে ৫৫০ মিটার দীর্ঘ ও প্রস্থ ৪১.৬ মিটার। শেষ মুহূ্র্তের কিছু কাজ এখনও বাকি রয়েছে। আশা করা যাচ্ছে যে এই বছরের মধ্যেই তা সম্পন্ন হবে। এবার দেখার আগামী বছরের শুরুতে শহরবাসী জন্য এই মেট্রো রুট চালু হয় কিনা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)