কলকাতাঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) প্রতিবাদে উত্তাল গোটা দেশ। প্রতিবাদের আঁচ দেশ ছাড়িয়ে পৌঁছেছে বিদেশের মাটিতেও। রাজ্যজুড়ে চলছে লাগাতার আন্দোলন(Protest), মিছিল। কোথাও জোট বেঁধে রাত দখল করছেন মহিলারা, কোথাও আবার রাস্তায় নেমেছেন ছোট ও বড়পর্দার কলাকুশলীরা। আর এ বার প্রতিবাদে সামিল হতে পটচিত্রকে বেছে নিলেন পূর্ব মেদিনীপুরের(Midnapore) পিংলা পট শিল্পীরা। নিজেদের গান এবং চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদের আগুন জ্বালালেন তাঁরা। নির্যাতিতার ন্যা বিচারের দাবিতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন এই সমস্ত পট শিল্পীরা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক পটশিল্পী বলেন, "আমরা ন্যায় বিচারের দাবিতে এই গান বেঁধেছি। আমরা চাই সমাজ আরও উন্নত হোক,নারীদের ক্ষমতায়ন হোক।"
অভিনব প্রতিবাদের ভাষা
East Medinipur, West Bengal: Pingla pot artists are calling for justice in the Kolkata Doctor Rape-Murder Case through paintings and songs. People from various backgrounds, including political parties and students, are joining the movement. The artists demand justice for victims… pic.twitter.com/ATYCrzX1AN
— IANS (@ians_india) August 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)