কলকাতাঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape-Murder Case) প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের(Nabanna Abhijan) ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। এ দিন কার্যত রণক্ষেত্রের চেহারা ধারণ করে নবান্ন(Nabanna) সংলগ্ন এলাকা। পুলিশ-জনতা খন্ডযুদ্ধের ফলে গুরুতর আহত হন কলকাতা পুলিশের(Kolkata Police) ট্রাফিক সার্জেন্ট(Sergeant) দেবাশিস চক্রবর্তী(Debashish Chakraborty)। ইটের আঘাতে চোখ ফেটে রক্তপাত হতে থাকে। বুধবার তাঁর বাম চোখে অস্ত্রোপচার হয়। এরপরই চিকিৎসকেরা জানিয়ে দেন সারাজীবিনের মতো বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন ৩৭ বছরের ট্রাফিক সার্জেন্ট।
#KolkataPolice Sergeant Loses Vision: A 37-year-old officer from KP East Suburban Division lost his sight after a stone struck his eye during the #NabannaAbhiyan protest. Despite a four-hour surgery at Shankar Netralaya, the damage was irreparable. #RGKarMedicalcollege pic.twitter.com/PZAHYkrDdg
— Tirthankar Das (@tirthajourno) August 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)