'ক্যাশ ফর কিউরি' (Cash for Query) মামলায় তৃণমূল কংগ্রেস নেতা মহুয়া মৈত্রের (Mahua Moitra) বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। অভিযানের পর মহুয়া মৈত্র নিজেই টুইট করে তদন্তের কথা জানান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মহুয়া লেখেন, 'আজ আমার বাড়ি ও নির্বাচনী অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। তারা অনেক খোঁজাখুঁজি করেও কিছু পায়নি।' দূরবিনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'সায়নী আর আমি এখন আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থী খুঁজছি।' বস্তুত, ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিল লোকপাল। লোকপাল মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে। লোকপাল তদন্তকারী সংস্থাকে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলেছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে টাকার জন্য প্রশ্ন করার অভিযোগ ওঠে। গোটা ঘটনার সূত্রপাত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ নিয়ে। Mahua Moitra: এফআইআর দায়ের হতেই মহুয়ার বাড়িতে সিবিআই হানা, ভোটের মুখে বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী
দেখুন পোস্ট
The CBI came home & to my election offices today. Were very polite. Searched. Found nothing. Meanwhile @sayani06 & I still searching for BJP candidates against us . pic.twitter.com/njt8VXWnuH
— Mahua Moitra (@MahuaMoitra) March 23, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)