দুর্গাপুজোর মুখে নিম্নচাপের জেরে টানা ৫ ঘণ্টা প্রবল বর্ষণে বিপর্যস্ত কলকাতা সহ আশেপাশের এলাকা। সকাল থেকে ব্যাহত ট্রেন, মেট্রো, বিমান পরিষেবা।সকালে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়। রানওয়েতে জল জমে যায়। সকালে জল জমে বিমানকর্মীদের কাজে পৌছাতে দেরী হওয়ায় বিমান পরিষেবা কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়।সকালে বিমানবন্দরে ডিসপ্লে বোর্ড কাজ করছিল না। অনেক যাত্রী বিমান ধরতেই পারেননি।খারাপ আবহাওয়ার কারণে ৩০টি বিমান বাতিল করা হয় এবং ৪২টি  বিমান দেরীতে চলছে বলে জানানো হয় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এর তরফেও।

কতবে কিছুক্ষণ আগে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমান পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানান হয়েছে। তবে ভারী বৃষ্টিতে মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)