বর্ষার (Rain) মরশুমে গঙ্গার ভাঙন যেন থামছে না। মালদার বেশ কয়েকটি গ্রামও এবার ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। ভাঙনের জেরে জেরবার হতে শুরু করেছে মালদার গ্রামগুলি। যার মধ্যে অন্যতম শ্রীকান্ত টোলা (Srikanto Tola), মুলীরাম টোলা (Muliram Tola)। শ্রীকান্ত টোলার পরিস্থিতি যে অত্যন্ত খারাপ, তা জুলাইয়ের প্রথম থেকেই চোখে পড়তে শুরু করেছে। শ্রীকান্ত টোলায় একের পর এক বাড়ি ভেঙে পড়ে। জলের (Ganga River) স্রোতের তোড়ে শ্রীকান্ত টোলা প্রায় ধ্বংসের মুখে। মানুষ বাড়ি, ঘর ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। গঙ্গা সেখানে ভয়াভহ রূপ নিয়েছে। শ্রীকান্ত টোলার পর এবার মুলীরাম টোলা। মালদার এই গ্রামের পরিস্থিতিও অত্যন্ত বিপজ্জনক। বিহারের (Bihar) দিক থেকে গঙ্গা (Ganga Grabs Land) ভাঙতে ভাঙতে সেখানে যেমন নদী ঘর, বাড় গ্রাস করছে, মালদাতেও তা অব্যাহত। ফলে মুলীরাম টোলার মানুষ এবার ভয়ে ঘর, বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যেতে শুরু করেছেন। ফলে মুলীরাম টোলার মানুষও জীবনের সর্বস্ব দিয়ে তৈরি করা বাড়ি নদী গর্ভে বিলীন হতে দেখে, চোখের জল মুছছেন।

আরও পড়ুন: Ganga Bhangon Video: গঙ্গার রাক্ষুসে ভাঙন, বাড়ি, ঘর সব তলিয়ে যাচ্ছে, অসহায় মানুষ দেখুন

দেখুন গঙ্গা কীভাবে গ্রাস করছে মুলীরাম টোলা গ্রামকে...

একের পর এক ভাঙন শুরু হয়েছে মুলীরাম টোলায়...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)