কেন্দ্রের অধীন নির্মাণ সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই রাজ্য সরকারের জন্য নির্মাণ করবে। এই মর্মে জিআরএসই-র সঙ্গে রাজ্যের পরিবহন দপ্তরের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। জিআরএসই ১৩টি পরিবেশবান্ধব হাইব্রিড ভেসেল নির্মাণ করে রাজ্য সরকারের হাতে তুলে দেবে। ব্যাটারি চালিত এই ভেসেলে পরিবেশ দূষণ অনেকাংশেই কম হবে। ১৩টির মধ্যে ৬টি ভেসেল ৩০মিটার লম্বা এবং প্রায় ১০ মিটার চওড়া হবে। সেখানে ২০০জন যাত্রী চলাচল করতে পারবে এবং দু’টি ডেক থাকবে। এর মধ্যে একটি ডেক শীততাপ নিয়ন্ত্রিত হবে। এই ছটি ভেসেল নির্মাণে প্রায় ১২৬কোটি টাকা খরচ হবে। বাকি সাতটি ভেসেলে ১০০জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে এবং সেগুলি ২৫মিটার লম্বা ও ৮মিটার চওড়া হবে। এগুলি নির্মাণে প্রায় ১০০কোটি টাকা খরচ হবে। ভেসেলগুলি যেকোনো আবহাওয়ায় চলতে সক্ষম বলে জিআরএসই সূত্রে জানা গেছে।
GRSE receives order for Design, Build, Operation and Maintenance of Hybrid Electric Ferries for total 13 units under the WBIWTLSD Project, from Transport Department, Government of West Bengal at an approximate value of 226 crore ✅#GRSE #sabarisec pic.twitter.com/tv5MajDh3L
— SABARI SECURITIES (@sabarisec) November 20, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)