বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ (Depression)। নতুন করে যে নিম্নচাপের আবির্ভাব হতে চলেছে, তার জন্য তৈরি বঙ্গোপসাগর (Bay Of Bengal)। এই নিম্নচাপই ক্রমাগত গভীর নিম্নচাপে পরিণত হবে। শুধু তাই নয়, বঙ্গোপসাগরে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে। অর্থাৎ ২৭ মে এর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে যদি গভীর নিম্নচাপ তৈরি হয়, তাহলে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে বেশিদিন সময় লাগবে না। ফলে পূর্ব আশঙ্কা অনুযায়ীই মে মাসের শেষে বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিঝড় বা সাইক্লোন (Cyclone) দেখা দিতে পারে। যার প্রভাব পড়বে পূর্ব ভারতে। ফলে পশ্চিমবঙ্গের (West Bengal Weather) উপর যে ওই নিম্নচাপের প্রভাব পড়বে বেশ ভালরকমই, তেমনই মনে করছে আবহাওয়া দফতর। বাংলার পাশাপাশি ওড়িশাতেও এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের দুই রাজ্যের পাশাপাশি বাংলাদেশেও ওই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে আশঙ্কা। শুক্রবার ওড়িশার মালকানগিরি-সহ একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে বাংলায়ও বজ্রগর্ভ মেঘের সঞ্চারে বৃষ্টিপাত শুরু হয়েছে।

আরও পড়ুন: Today's Weather Forecast: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সন্ধে থেকেই নামতে পারে বৃষ্টি; ভারি থেকে অতি ভারি বর্ষণ দাপাতে পারে দেশ জুড়ে, লাল সতর্কতা আবহাওয়া দফতরের

দেখুন নিম্নচাপ নিয়ে কী জানানো হল...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)