আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের প্রতিবাদে আজ শহরের রাজপথে নেমেছে বিনোদন দুনিয়ার একাধিক তারকা। দেব, আবির চট্টোপাধ্যায় থেকে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, র মতো ব্যক্তিত্বরা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। পাওলি এদিন বলেন, "ন্যায় বিচার বিলম্বিত হলে চলবে না। আমাদের প্রতিবাদ করে যেতে হবে। এই শহরে আমি বড় হয়েছি। এখানে আমি কখনই নিরাপত্তাহীনতায় ভুগিনি। কখনও এরকম সমস্যা দেখা দেবে তা ভাবতেও পারিনি। কিন্তু ২০২৪-এ এসে দেখছি মহিলারা শহরে সুরক্ষিত নয়। অপরাধীর অবিলম্বে শাস্তি হওয়া উচিত"।
VIDEO | Kolkata doctor rape-murder case: "We always say that justice delayed is justice and we feel sad and bad to talk about something that has happened in my city of joy, city of love, Kolkata, where I am born and brought up, and where we have always felt safe from the time… pic.twitter.com/SnPFzolUMu
— Press Trust of India (@PTI_News) August 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)