মাইক্রো ব্লগিং সোশ্যাল মিডিয়া সাইট টুইটার কেনার পরেই ইলন মাস্ক সাফ জানিয়ে দিয়েছিলেন, ফেলো কড়ি, মাখো তেলের বিষয়টি। অর্থ খরচ করে সাবস্ক্রাইবার না হলে টুইটার প্রোফাইলে থাকবে না ব্লু টিক, মিলবে না নানা সুবিধা। সেইমত দেশ বিদেশের নানা সেলেব, রাজনীতিবিদদের টুইটার প্রোফাইল থেকে কেড়ে নেওয়া হয়েছিল ব্লু টিক। পরে অবশ্য বিষয়টি ভালভাবে না যাওয়ায় ধরে ধীরে অনেক সেলেব, রাজনীতিবিদদের প্রোফাইলে ব্লু টিক ফিরিয়ে দেওয়া হয়।
অর্থ খরচ করে কোন টুইটার ইউজাররা ব্লু টিক রাখবেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু মঙ্গলবার ইলন মাস্ক জানালেন, এখনও পর্যন্ত টুইটারে ২৪ হাজার ৭০০ জন ইউজার মাসিক অন্তত ৪ মার্কিন ডলার খরচ করে সাবস্ক্রাইবার হয়েছেন।
দেখুন টুইট
#Twitter CEO #ElonMusk on Tuesday revealed that he has 24,700 subscribers who are paying him at least $4 a month each individually. pic.twitter.com/64iytQcw07
— IANS (@ians_india) April 25, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)